আসহাবে সুফফা ছিলেন নবী করিম (সা.) এর একান্ত সান্নিধ্যে যারা কাটিয়েছিলেন। তাদের অন্তর ছিল অফুরন্ত প্রেম ও ভক্তিতে পরিপূর্ণ। তারা আল্লাহর রাসূল (সা.) এর কথা ও কাজের প্রতি ছিল অত্যন্ত অনুরক্ত। তারা দিনে রাতে আল্লাহর রাসূল (সা.) এর কাছে থেকে ইসলামের জ্ঞান অর্জন করত। এই পডকাস্টে তাদের জীবনী তুলে ধরা হবে।